Subscribe our Channel

পঞ্চগড়ের গ্রাম বাংলার ঐতিহ্য সবজি চাষে আগ্রহী কৃষক কিছু কথা

মোঃ তোতা মিয়া বিভাগীয় ব্যুরো  প্রধান রংপুর :

পঞ্চগড়ের গ্রাম বাংলার ঐতিহ্য সবজি চাষে আগ্রহী কৃষক এখন তুলতে শুরু করেছে আগাম জাতের সিম। পঞ্চগড় বেংহাড়ি ইউনিয়ন ঘুড়ে দেখা গেছে, শিশির ভেজা সকালে কৃষক কৃষাণী দের আগাম জাতের সিম তুলে বাজারে নিয়ে যেতে।
পঞ্চগড় বেংহাড়ি ইউনিয়নের গরের ডাঙ্গা, সোনার চান্দি, শালশিড়ি, ফুলতলা, নতুন বন্দর গ্রামের কৃষক মোঃ সুরুজ মিয়া জানান এবার অনেক আশা করে আগাম জাতের সিম চাষ করেছিলাম, কিন্তু বৈরী আবহাওয়া আর ভারী বৃষ্টির কারণে সিম ক্ষেত নষ্ট হয়ে গেছে, তা না হলে আরো আগেই আমরা বাজারে সিম উপহার দিতে পারতাম।
প্রবল বৃষ্টির কারণে প্রায় সিম তোলা ২০ দিন পিছিয়ে গেল, এখন আমরা আগাম জাতের সিম তুলতে শুরু করেছি, বাজারে বর্তমানে দামও ভালো। বাজারে এখন পাইকারী প্রতি কেজি সিম এর দাম ১০০ টাকা।
তারপরেও বাজারের চাহিদা অনুযায়ী সিম কৃষকরা দিতে পারছ না,আর কিছুদিন পরে পুরোদমে সিম উত্তোলন শুরু হবে তখন পঞ্চগড়ের চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় পাইকাররা সিম রপ্তানি করতে শুরু করবে।
পঞ্চগড় বাজারের কচামাল ব্যবসায়ী দুলাল মিয়ার সাথে শীতকালীন সবজি আমদানি রপ্তানির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আর মাত্র ১৫ থেকে ২০ দিনের মধ্যে পুরাদমে বাজারে বিভিন্ন শীতকালীন সবজি আমদানি হতে শুরু করবে তখন দামো একটু কমে আসবে আসবে বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *