Subscribe our Channel

চাঁপাইনবাবগঞ্জে আইনি জটিলতায় গোপালপুর প্রাইমারী স্কুল বন্ধ: শিক্ষা বঞ্চিত হচ্ছে কোমলমতি শিশুরা

মো. সতোউর রহমান- বিভাগীয়- ব্যুরো প্রধান- রাজশাহী :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় আইনি জটিলতায় দীর্ঘ সাত বছর যাবৎ বন্ধ রয়েছে। শিক্ষা বঞ্চিত হয়ে ঝরে পড়ছে এলাকার শত শত কোমলমতি শিশু।
শিবগঞ্জ উপজেলার অবহেলিত জন পদের গ্রাম সোনাপুর গোপালপুর। বাংলাদেশে শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের উর্ধ মুখি অবস্থান হলেও এ গ্রামটিতে এখনও তার ছাপ পড়েনি। বাংলাদেশের প্রতিটি মানুষ শিক্ষিত হবে, এদেশেকে উনিরক্ষর কিন্তু গোপালপুর এলাকার জন পদে গড়ে উঠা প্রাইমারি স্কুলের জমি সংক্রান্ত জটিলতা থাকায় শিক্ষার বিরুপ প্রভাব পড়েছে এখানে। ২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়া স্কুলটি ২০১৪ সালে বন্ধ করা হয়। ফলে শিক্ষাবঞ্চিত হয়ে পড়ে এলাকার কোমলমতি শিশুরা। আশে পাশে আর কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এলাকার শিশুরা পাচ্ছে না শিক্ষার আলো। কোমল মতি শিশুদের শিক্ষার আলোর ভূবনে ফিরিয়ে আনতে সকল জটিলতা দুর করে যত দ্রুত সম্ভব স্কুলের তালা খুলে যথা রিতি স্কুল চালু করা হউক এমন দাবি এলাকা বাসির। এলাকাবাসি জানান, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০১৪ সাল থেকে বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছিনা। কাজেই বাচ্চারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অনতিবিলম্বে স্কুলটি চালু করার জন্য সরকারের প্রতি আকুল আকুতি জানাচ্ছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *