Subscribe our Channel

ত্রান বিতরনের জন্য সবার কাছে সহযোগীতা চাইলেন জনকল্যাণ সংগঠন

মারুফ সরকার, ঢাকা : মানুষ হিসেবে মানুষের বিপদে পাশে দাড়ানো নৈতিক দ্বায়িত্ব।  গা শিউরে উঠে, চোখ দিয়ে অটোমেটিক পানি পরে। ফেইসবুকের টাইমলাইনে শুধু মৃত্যু, অনাহার আর বন্যার পানি। বাড়ি প্রায় সম্পূর্ণ ডুবে গেছে তবুও মানুষ তার ভিটে বাড়ি ছাড়তে রাজি নয়। আহা!! যদি সরাসরি গিয়ে তাদের পাশে থাকতে পারতাম।

যদি একটু সাহায্য করতে পারতাম?ইনশাআল্লাহ আমাদের জনসাধারনের জনকল্যাণ সংগঠনের পক্ষ থেকে সিরাজগঞ্জের মেছরা ইউনিয়ন ও সুনামগঞ্জে  বন্যার্তদের মাঝে  জরুরি শিশু খাদ্য,খাবার স্যালাইন, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় ত্রান সেবা পৌছানোর জন্য সচেতন যুব সমাজের উদ্যোগে একটি ত্রান তহবিল গঠন করা হয়েছে।

আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কাম্য। আপনাদের অল্প কিছু টাকা হতে পারে একটি পরিবারের একদিনের বাঁচার সম্বল ।

যে যেখানে আছি আসুন বন্যার্তদের পাশে দাড়াই। আল্লাহ আমাদের সহায় হোন।

০১৮৮৩৫৪১৩৩৫ (বিকাশ)সাইদ হাসান আফরান ০১৭৪৩৩৫৯৭৪১ (বিকাশ)মারুফ সরকার নিচের ঠিকানায় শুকনো খাবার, শিশু খাদ্য,খাবার স্যালাইন, গ্যাস্টিক, জ্বর,ঠান্ডা,চুলকানির ওষুধ ও দান করতে পারেন।চন্দ্রবাড়ি বাজার, লৌহজং, মুন্সীগঞ্জ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *