
তাপস কুমার, নাটোর:
নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের ধুলাউড়ি পশ্চিমপাড়া গ্রামে বিলের পানি থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আলতাফুননেছা ওরফে আলতা (৬৫) একই গ্রামের মৃত মফিজ উদ্দীনের মেয়ে। সে তার ভাইদের সংসারে থাকতো। নলডাঙ্গা থানার ওসি নাজমূল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি নাজমূল ইসলাম জানান,রবিবার সকাল ৯ টায় বাড়ি থেকে বের হয়ে আলতা আর ফিরে নাই। সোমবার সকালে বাড়ির দক্ষিণ দিকের রাস্তার পাশে বিলের পানিতে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। এরপর তারা তা উদ্ধার করে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
তাপস কুমার নাটোর