Subscribe our Channel

কুয়েতে ঐতিহাসিক ৭ মার্চ পালন

ছবি :সংগৃহীত

মোহাম্মদ হেবজু , কুয়েত প্রতিনিধি :

 

কুয়েতে বাংলাদেশ দূতাবাস বল রুমে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। সোমবার প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান।বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্য, মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে রাষ্ট্রদূতের ব্যক্তিগত সহকারী জিহোন ইসলামের সঞ্চালনায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন শোনান প্রথম সচিব ও শ্রম কাউন্সিলর আবুল হোসেন।প্রধানমন্ত্রী বাণী পাঠ করেন প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা ইকবাল আক্তার। এরপর ঐতিহাসিক ৭ই মার্চের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

দিবসটি উপলক্ষে কুয়েতে বাংলাদেশি কমিউনিটির নেতারা বক্তব্য দেন।সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এসময় তিনি বলেন, ৭ মার্চ আমাদের জাতির ইতিহাসে একটি অনন্য গুরুত্বপূর্ণ দিন।

 

যখন বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের উদাত্ত ভাষণ সমগ্র দেশবাসীকে স্বাধীনতা ও মুক্তির জন্যে একীভূত করেছিল।অনুষ্ঠানে কুয়েতের বাংলাদেশ কমিউনিটির নেতা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রবাসী সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *