Subscribe our Channel

বেগম খালেদার চিকিৎসার সাথে রাজনীতি এক করা, এটা একটা অপরাধ : নজরুল

নিজস্ব প্রতিবেদক : দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানালেন  রাজনীতির সাথে দলের চেয়ারপারসন বেগম খালেদার চিকিৎসাকে এক করাটা এক ধরনের অপরাধ। এমনকি তিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যে শর্ত গুলো দেয়া হয়েছে  তা শিথিলের দাবি জানালেন ।

আজ ২১ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থানরত অবস্থাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্যদেরকে সাথে করে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারতের শেষে নজরুল ইসলাম খান এ সকল তথ্য জানালেন । ।

নজরুল ইসলাম খান বলেন,  দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এভাবে বিনা চিকিৎসায় অকালেই দুনিয়া থেকে চলে যাওয়ার ব্যবস্থা করার অধিকার কারো নেই। এ ব্যপারে আমরা সকলেই তথ্যমন্ত্রীকে জানাবো, খালেদা জিয়ার মুক্তি  এবং কারাবন্দির সাথে অন্য কিছুকেই যুক্ত করা ঠিক হবে না।  এটা হচ্ছে অসুস্থতার ব্যপার, চিকিৎসার ব্যাপার, রাজনৈতিক কোন বিষয় নয় । এটি   মাদের রাজনীতির সাথে তার সুচিকিৎসা এক করাটা এক ধরনের অপরাধ।

উক্ত আলোচনাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফাত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *