Subscribe our Channel

পঞ্চগড় হিমালয় বিনোদন পার্ক মেতে উঠেছে ভালোবাসা দিবসে

মোঃ তোতা মিয়া পঞ্চগড় :

 

পঞ্চগড় হিমালয় পার্ক মেতে উঠেছে এই ভালোবাসা দিবসে, ফুল ফুটুক আর নাইবা ফুটুক বছর ঘুরে এলো বুঝি বসন্ত। তাইতো গাছে গাছে ফুটছে ফুল গাইছে পাখিরা গান। সকল বয়সী মানুষের মনে লেগেছে রং।আজ এই ভালোবাসা দিবসে পঞ্চগড় ঘুরে জানা যায় সকল বয়সী মানুষের মনের অনুভূতি। পঞ্চগড় সাতমেরা ইউনিয়নে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে কথা বললে তিনি বলেন যে আমাদের আমলে ভালোবাসা দিবস কি আমরা কেওই জানতাম না।

 

 

এখন দেখি নানা বয়সী মানুষের হই চই , বিশেষ করে উঠতি বয়সের ছেলেমেয়েদের দেখা যায় বিভিন্ন সাজে ঘুরে বেড়াতে।

 

 

 

এ যেন বাঙালির এক নতুন উৎসবে পরিণত হয়েছে, দেখে বেশ ভালই লাগে। পঞ্চগড় আটোয়ারী উপজেলার শিউলি আক্তার, পঞ্চগড় তালমা হিমালয় বিনোদন পার্কে সহপরিবারে এই ভালোবাসা দিবসে বেড়াতে আসে তার কাছ থেকে জানা যায় তার মনের অনুভূতি তিনি বলেন, কাজের চাপে এসব সুন্দর জায়গা গুলো দেখার জন্য আসা হয়না তাই এবার ফাল্গুনের দ্বিতীয় দিনে আমরা সহ পরিবারের ভালোবাসা দিবস

 

 

 

 

উপলক্ষে বেড়াতে এসেছি। পঞ্চগড় তালমা হিমালয় পার্কে এসে খুব ভালোই লাগছে। এবার থেকে প্রতিবছর ভালোবাসা দিবসের এই দিনে এখানে বেড়াতে আসবো। তাইতো কোবির গানের সুরে বলতে মন চায় ফুল ফুটুক আর নাইবা ফুটুক আজ বসন্ত। সবাইকে ১৪ ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টইন্স ডের শুভেচ্ছা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *