Subscribe our Channel

‘কাঠপরানের দ্রোহ’

লেখক ও বইয়ের প্রচ্ছদের ছবিসহ হাওলাদার প্রকাশনী থেকে রিপনচন্দ্র মল্লিকের ‘কাঠপরানের দ্রোহ’ প্রকাশিত হচ্ছে

 

রাকিব হাসান, মাদারীপুর :

 

প্রতিশ্রুতিশীল ও মেধাবী গল্পকার রিপনচন্দ্র মল্লিকের জনপ্রিয় গল্পগ্রন্থ ‘কাঠপরানের দ্রোহ’ ঢাকার বাংলাজারের হাওলাদার প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে বলে জানিয়েছেন লেখক ও প্রকাশক।

 

এই বিষয়ে গল্পকার রিপনচন্দ্র মল্লিক বলেন, ‘কাঠপরানের দ্রোহ’ গল্পগ্রন্থটির বর্ধিত ও নতুন সংস্করণ হাওলাদার প্রকাশনী থেকে প্রকাশিত হবে। বইটি ২০১৫ সালে দেশ পাবলিকেশন্স থেকে প্রথম প্রকাশিত হয়।

 

 

 

এরপর ছিন্নপত্র প্রকাশনী থেকে বর্ধিত ও নতুন আঙ্গিকের সংস্করণ প্রকাশিত হয়েছিল। সেই সংস্করণটি বর্তমানে বইটি বাজারে পাওয়া যায় না। তাই হাওলদার প্রকাশনীর প্রকাশক মো. মাকসুদ ভাই বইটি বাজারজাতকরণের দায়িত্ব নিয়েছেন।

 

 

 

নতুন ও বর্ধিত এই সংস্করণে মোট ২১ টি গল্প রয়েছে। ‘কাঠপরানের দ্রোহ’ এখন পর্যন্ত প্রকাশিত আমার একমাত্র গল্পগ্রন্থ। তবে বেশ কিছু গল্প লিখেছি। ইচ্ছে আছে সেগল্পগুলোকে একত্র করে আমার দ্বিতীয় গল্পগ্রন্থটি আগামী বছর ২০২৩ সালের বই মেলায় প্রকাশ করা।

 

 

সেভাবেই একটু একটু করে গল্পগুলোকে পুর্নপাঠ ও সম্পাদনা করে গুছিয়ে রাখছি।‘কাঠপরানের দ্রোহ’ গল্পগ্রন্থ প্রকাশ নিয়ে হাওলাদার প্রকাশনীর প্রকাশক মো. মাকসুদ বলেন, ‘রিপনচন্দ্র মল্লিক এই সময়ের একজন গুরুত্বপূর্ণ গল্পকার।

 

 

তার গল্প যে কোন পাঠক পাঠ করলেই বুঝতে পারবেন, তিনি কোন আঙ্গিকের গল্প লেখেন। তার ‘কাঠপরানের দ্রোহ’ আমরা ক্রাউন সাইজে ২৮৮ পৃষ্ঠায় গ্রন্থকারে প্রকাশ করছি।

 

 

 

যার দাম রাখা হয়েছে চার শত টাকা। আশা করছি, এই গ্রন্থটির গল্পগুলো সাহিত্যে অনুসন্ধানী পাঠকদের মনোযোগ আকর্ষণে সমর্থ হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *