
আব্দুল করিম, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান (২৮) নামে এক ধর্ষককে আটক করেছে পুলিশ। হাবিবুর রহমান (হাবিব) উপজেলার ধামোর ইউনিয়নের বারাগাঁও গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র । শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আটোয়ারী থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। যার মামলা নং-১০, তারিখ: ১১/০৯/২০২০ ইং । জানা যায়, ছাত্রীর পরিবার উপজেলার মোলানী গ্রামে থাকেন। জীবিকার তাগিদে তেঁতুলিয়া উপজেলায় এক স্বর্ণের দোকানে কাজ করেন ওই ছাত্রীর বাবা। গত ৫ থেকে ৬ মাস আগে অভিযুক্ত হাবিবের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন ওই কিশোরীর বাবা। সেই সুবাদে মেয়েটির পরিবারের সঙ্গে হাবিবের পরিচয়। পূর্ব পরিচয়ের সুবাদে হাবিব মেয়েটির বাড়িতে প্রায়ই আসা-যাওয়া করতো। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মেয়েটি সহ তার ভাই উপজেলার দাড়িমনি গ্রামে আত্বীয়ের বাড়িতে বেড়াতে যায়। ওই দিন সকালে হাবিব মেয়েটির বাড়িতে গিয়ে তাকে দেখতে না পেয়ে চলে আসে। পরদিন শুক্রবার(১১ সেপ্টেম্বর) দুপুরে ওই স্কুলছাত্রীর বাবা তার জন্য বাজারে অপেক্ষা করছে এমন কথা বলে কৌশলে তাকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর এলাকায় সুশীল চন্দ্র দাসের বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হাবিবকে আটক করে পুলিশকে খবর দেয়। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন জানান, এ ঘটনায় হাবিবকে প্রধান আসামি করে তিনজনের নামে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন- হাবিবের সহযোগী কালিকাপুর গ্রামের মৃত মটু দাসের পুত্র সুশীল চন্দ্র দাস (২৮) ও সুশীল চন্দ্র দাসের স্ত্রী শুকুনী দাস (২২)। এ মামলার প্রধান আসামী হাবিবুর রহমানকে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। ধর্ষনের সহযোগিতাকারী অপর আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিম পঞ্চগড় হাসপাতালে ছিল।#