Subscribe our Channel

কানাডা এবার করোনাতে মৃত্যুর কোটা শূন্যে নামালেন

আন্তর্জাতিক ডেক্স : দেশটির যুক্তরাষ্ট্রের সীমান্তের ওপারেই করোনাতে বিশ্বের সর্বোচ্চ আক্রান্ত । উক্তস্থানে বৈশ্বিক মহামারি করোনাতে প্রাণ হারিয়েছে  আনুমানিক ২ লাখ মানুষ।তার প্রতিবেশী দেশটিতে অনেক তাণ্ডবে এই ভাইরাস, কানাডা এতে দৈনিক মৃত্যু অনেকটা শূন্যের কোটায় নামিয়ে আনে । ১৫ মার্চের পর থেকে গত শুক্রবার পর্যন্ত দেশটিতে  প্রথমবারের মতো করোনায়  আর কোন প্রাণহানির সংবাদ আসেনি ।

দেশটির কানাডা সরকারি স্বাস্থ্য সংস্থার দেয়া এক তথ্যবৃর্বিতে গত বৃহস্পতিবারের তুলনায় শুক্রবারও দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ছিল ৯ হাজার ১৬৩ জনের। তবে ঐ দিনে  উক্ত স্থানে নতুন করে আবারো ৭০২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এতে কানাডায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৩৫ হাজার ৬২৬ জনে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *