Subscribe our Channel

বালিয়াডাঙ্গীতে মাধ্যমিক পর্যায়ের অনলাইন স্কুলের উদ্বোধন ও মতবিনিময় সভা

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান গণের সাথে মতবিনিময় ও বালিয়াডাঙ্গী অনলাইন স্কুলের উদ্বোধন করা হয়।

বুধবার ৯ই সেপ্টেম্বর দুপুরে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা প্রধানগণের সাথে এ মত বিনিময় ও উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অায়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মমতা হেনা।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.টিএম মাহবুবর রহমানের ব্যবস্থাপনায় লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,হলদীবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন,লাহিড়ী ফাজিল মাদরাসার অধ্যক্ষ নুরুল হক ও লাহিড়ী বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যাডঃ জিল্লুর রহমান  প্রমুখ।

অনলাইন স্কুল উদ্বোধনের সময় প্রধান অতিথি আলী আসলাম জুয়েল তার বক্তব্যে বলেন,এ অনলাইন স্কুলটি আরো আগে চালু করা উচিত ছিল, অনেক দেরি হয়ে গেল।আরো আগে এটি করলে ছাত্র ছাত্রীরা বেশি উপকৃত হতো। তবে আপনাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানায় ৷

অনলাইল স্কুল উদ্বোধনের পূর্বে বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অর্থায়নে সকলের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরণ করেন।

মতবিনিময় ও অনলাইন স্কুল উদ্বোধনের পূর্বে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা প্রধান শিক্ষকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *