
চাটখিল উপজেলা প্রতিনিধি:
ঐতিহ্য সংগ্রামের ৪৩ বছর পার করলো জাতীয়তাবাদী দল বিএনপি নোয়াখালী জেলার চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আজ বিকেল ৪ ঘটিকার সময় চাটখিল আলিয়া মাদ্রাসা চত্বরে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শাজাহান রানার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখবেন নোয়াখালী জেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক চাটখিল পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র মোস্তফা কামাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হানিফ পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক দেওয়ান সামছুল আরেফিন শামীম পৌরসভা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ হোসেন পিন্টু উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাজাহান খান সাজু উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী ভুট্টো উপজেলা যুবদলের সভাপতি আনিছ আহম্মদ হানিফ।
বক্তারা বলেন বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যগণ স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর সৈনিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন উপজেলা ও পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক শ্রমিক দলের নেতৃবৃন্দ সবার কাছে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এবং চাটখিল উপজেলার প্রধান সড়কে দলের নেতাকর্মীরা চলমান মহামারী করোনা সচেতনতা লক্ষে জনগণ রিকশা চালক অটোরিকশা চালকদের মাঝে মাক্স বিতরণ করেন।