
জসীম উদ্দিন ইতি, হরিপুর প্রতিনিধি:
বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৫ আগস্ট বৃস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও দৈনিক হরিপুর এর প্রকাশক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল। এছাড়াও আরও উপস্থিতি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, হরিপুর থানা অফিসার ইনচার্জ আওরঙ্গজেব,
ডেপুটি কমান্ড সোলেমান আলী, উপজেলা কৃষি অফিসার নঈমুল হুদা সরকার, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ, মন্জরুল ইসলাম, সাংবাদিক জসীম উদ্দিন ইতি, সদর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মংলাসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী এবং বিভিন্ন শ্রেণীর পেশার ব্যক্তির্বগ গন ।