Subscribe our Channel

হারিয়ে যাচ্ছে জাল

নিজস্ব প্রতিবেদক :

 

বহুল আলোচিত জাল দিয়ে গ্রামের জেলে শেথে শুরু করে না শ্রেণীর পেশাজীবি মানুষ তাদের জীবিকা নির্বাহে নদী-নালা, খাল-বিল,হাওড় সেই সাথে বন্যা কবলিত এলাকাতে কৃষি জমিতে পানি থৈথৈ, এমনকি প্রচন্ড রোদে কিংবা মেঘের বৃষ্টিতে ভিজে এই অবস্থাতেই অনেকেই জাল দিয়ে মাছ ধরে থাকে ।

 

 

 

এসময় আনন্দে তারা মুখরিত অনেকের জালে নানা ধরনের মাছ ধরা পড়ে একে অপরের প্রতি অনেক খুশির কথাগুলো,সংসার জীবনের অনেক কথাই এখানে উঠে আসে ।

 

 

সেই সাথে তাদের কষ্ট কিংবা আনন্দের দিন এখানে মাছ ধরার আনন্দের সাথে মিলিত করে তুলে। আজ নেই আনন্দের সেই মুখরিত জালের মাছ ধরা দৃশ্য ।

 

 

 

খাল – বিল, কিংবা নদী- নালা থেকে আর বাড়িতে কাউকেই মাছ দরে নিয়ে যেতে দেখা যায় না । সেই সাথে হাড়িয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে জালের মাছ ধরা দৃশ্য গুলো ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *