
ফাইদুল ইসলাম,পীরগঞ্জ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
২৭ জুন পীরগঞ্জ থানা পুলিশের একটি টিম রবিবার রাতে রেল স্টেশনের উত্তরে জগথা হঠাৎপাড়া মহল্লায় অভিযান চালিয়ে মাদক সহ ৩ কুখ্যাত মাদক কারবারি কে আটক করেছে।
ওই মহল্লার মৃত কশির উদ্দীন এর পুত্র কুখ্যাত মাদক কারবারি আইয়ুব আলী বাবুর্চি (৫০), রবিউল ইসলাম রবি (৪২) ও মৃত লিয়াকত আলী এর পুত্র আলাউদ্দীন (৩২) দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা, ফেন্সিডিল, গাজা সহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় এর নেতৃত্বে ওসি তদন্ত খাইরুল আনাম ডন, সহ এসআই যথাক্রমে মতিয়ার রহমান, মাহাসিনুল হক, রেজাউল, সহ সঙ্গীয় ফোর্স আইয়ুব আলীর বাড়িতে গিয়ে অভিযান চালিয়ে ২৭ পিচ ইয়াবা টেবলেট ও গাজা উদ্ধার করেছে ।
এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মাদক আইনে মামলা করে আজ ২৮ শে জুন সোমবার বিকাল ৪ ঘটিকায় ঠাকুরগাঁও জেলা হাজতে প্রেরণ করেছেন।