Subscribe our Channel

সড়ক দূর্ঘটনা

ঠাকুরগাঁও প্রতিনিধি :

 

যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হয়েছে। খবর পেয়ে ফায়ারসার্ভিনের কর্মীরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে তিনজনকে আশংকাজন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে জরুরি বিভাগের চিকিৎসক।

 

আজ সোমবার(২৮ জুন )  দুপুরে দিনাজপুর জেলার ২৯ মাইল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, চলমান লকডাউনে ঢাকা থেকে ছেরে আসা একটি যাত্রীবাহিবাস ২৯ মাইল এলাকায় পৌছালে অপরদিক থেকে আসা একটি মালবাহি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় যাত্রীবাহী বাসের ভেতরে থাকা কমপক্ষে ১০জন আহত হয়।

 

এদের মধ্যে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে তিনজনকে আশংকাজন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

 

এ বিষয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রকিবুল আলম জানান, আহত তিন জনের অবস্থা আশংকাজনক বলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *