
মোঃ বেল্লাল হোসেন নাঈম, স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী নিম বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে সোনাইমুড়ী কৃষকদলের উদ্যোগে দিন ব্যাপী বিভিন্ন স্থানে ঔষধী বৃক্ষ নিমের চারা রোপণ করা হয়েছে।
বুধবার (২৩-জুন) সকালে সোনাইমুড়ী পৌরসভার ফয়েজিয়া এতিম খানার আঙ্গিনায় নিমের চারা রোপণের মধ্যদিয়ে কার্যক্রম শুরু হয়। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার জয়াগ ইউনিয়নের গান্ধী আশ্রম, বজরা ইউনিয়নের শাহী জামে মসজিদের পাশেসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই বৃক্ষ নিমের চারা রোপণ করা হয়।
পথিমধ্যে সোনাইমুড়ী উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক শফিউল্লাহর কবর যিয়ারত করেন নেতাকর্মীরা। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা কৃষকদলের সভাপতি এডঃ রবিউল হাসান পলাশ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সহ-সভাপতি লোকমান হোসেন নিটুক, সহ-সভাপতি নুর হোসেন মানিক, জেলা সহকারী দপ্তর সম্পাদক হানিফুল ইসলাম স্বপন, সোনাইমুড়ী উপজেলা কৃষকদলের আহবায়ক ফখরুল আলম চৌধুরী, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাষ্টার আবদুল মান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক জানে আলম সোহেল ভুইয়া, পৌর কৃষকদলের সভাপতি এম এ মিলন, যুগ্ম আহবায়ক আবদুল মান্নান ভুইঁয়া, পৌর কৃষকদলের সহ-সভাপতি সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল আলম প্রমূখ।
নিম বৃক্ষ রোপণ কর্মসূচির সাথে ঐক্যমত পোষণ করে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও জেলা বিএনপির সদস্য আবিদ চেয়ারম্যান, পৌর বিএনপি’র সহ-সভাপতি হেলাল উদ্দিন টুটুল, পৌর যুবদলের আহ্ববায়ক মারুফ রহমান মারুফ, উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম ভূঁইয়াসহ ভিবিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
নেতৃবৃন্দ বলেন, সকলে যার যার বাড়ির সামনে এবং পরিত্যক্ত খোলা জায়গায় ফলজো বনজো ও ঔষুধী গাছের চারা রোপণ করুন। গাছ আপনার আগামীর সম্পদ।