Subscribe our Channel

বালিয়াডাঙ্গীর মাহিনকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন

ঠাকুরগাঁও প্রতিনিধি :

গেল বছরের শুরুতে জুনায়েদ হাসান মাহিন নামের এক ৪ বছরের শিশুর পায়ের ব্যথা শুরু হলে তার পরিবার স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসা চলাকালীন সময়ে পা ব্যথার পাশাপাশি বাড়তে থাকে শরীরে রক্ত চলাচলের সমস্যা ও। সারা শরীরজুড়ে কালো কালো আকারের দাগ দেখা দিতে শুরু করে। সাথে বড় হতে থাকে পেট।

 

মাহিনের বাবা কামরুল হাসান পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন প্রাণের আদুরের প্রিয় সন্তানের শরীরে বাসা বেধেছে মরণ ঘাতি ব্লাড ক্যান্সার।যেন বাবা মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ে কথাটি শুনার পরে। বলছিলাম ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের মহিষমারী গ্রামের জুনায়েদ হাসান মাহিন (৫) এর কথা।মাহিন এখন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে পা বারাচ্ছে।

 

 

গেল এক বছরের বেশি সময়ে বাবা ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর ও ঢাকার বিভিন্ন স্থানে ছেলের চিকিৎসা করিয়ে আর্থিকভাবে সব হারিয়ে পথে নামার উপর্কম প্রায়। এখন মাহিনকে বাঁচাতে প্রায় ১২ লক্ষাধিক টাকার প্রয়োজন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশের বাইরে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা করিয়ে তাকে আল্লাহর রহমতে বাঁচানো সম্ভব।

 

 

 

ছেলেকে বাঁচাতে এত টাকা জোগান দেয়া বাবার পক্ষে প্রায় অসম্ভব। তাই নিরুপায় হয়ে ছেলেকে বাঁচাতে নজ্জা সরম ভুলে গিয়ে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার হাত বাড়িয়েছেন অসহায় বাবা কামরুল হাসান। সোমবার মাহিনের বাড়িতে গিয়ে দেখা গেছে, ঠোঁট দিয়ে রক্ত ঝরছে মাহিনের। মা বিউটি আক্তার পা চেপে দিচ্ছেন ছেলের।

 

 

ছেলের এমন পরিণতি দেখে নিজেই আধমরা হয়ে গেছেন মাহিনের মা। মাহিনের মা বিউটি আক্তার জানান, প্রতি সপ্তাহে দুবার শরীরে রক্ত দিতে হচ্ছে মাহিনের। রক্ত দেয়া বন্ধ হলেই ব্যথা বেড়ে যাচ্ছে পা সহ সারা শরীরে। রক্ত নষ্ট হয়ে পায়ুপথ দিয়ে বের হয়ে যাচ্ছে মাহিনের। তিনি আরও জানান, মাহিনের বাবা কামরুল হাসান জয়পুর হাটের একটি ফায়ার সার্ভিস স্টেশনে বাবুর্চি পদে কর্মরত আছেন। বেতনের টাকা দিয়ে সংসার পরিচালনা ও ছেলের চিকিৎসায় খরচ করছেন।

 

 

ইতিমধ্যে ঋণ নিয়েও ছেলের চিকিৎসার জন্য ব্যয় করতে হচ্ছে বাবা কামরুল হাসান কে। মাহিনের বাবা কামরুল হাসান জানান, ঢাকায় চিকিৎসার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছিল মাহিন। গত ৩ মাস ধরে আর্থিক সংকটের কারণে পুরো চিকিৎসা চালিয়ে নিতে পারিনি। আবার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। ছেলেকে বাঁচাতে চাই, কিন্তু সামর্থ্য নেই।

 

 

মানবিক দিক বিবেচনা করে যদি সম্ভব হয় আমার ছেলেকে বাঁচাতে আমাকে সহযোগিতা করুন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন জানান, উপজেলা সমাজসেবা থেকে চিকিৎসার আর্থিক সহযোগিতা পেতে তার বাবাকে সব ধরনের সহযোগিতা করা হবে। পাশাপাশি সমাজের বৃত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

 

মাহিনকে সহযোগিতা করতে চাইলে তাঁর বাবার সোনালী ব্যাংক বালিয়াডাঙ্গী শাখার সঞ্চয়ী হিসাব নম্বর ৪৫৮০০১০০২৩২৮৮ অথবা বিকাশ ০১৭৮৯৬৮২৩৯৭ (মাহিনের বাবা কামরুল হাসান)) নম্বরে সহযোগিতা করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *