
পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে ও প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থাকারীদের বিচার এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
শনিবার সকালে বাংলাদেশ ছাত্র ও যুব ইউনিয়ন পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এ মানববন্ধনের আয়োজন করেন। এতে বক্তব্য দেন উপজেলা সিপিবির সভাপতি এনামুল হক দুলাল, সাধারণ সম্পাদক অ্যাড আবু সায়েম, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বাবুল, সহ সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, পৌর প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাবে যুগ্ন সম্পাদক বিষ্ণুপদ রায়, সাংবাদিক এ এইচ লিটন, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মুর্তজা আলম, জেলা ক্ষেতমুজুর সমতির সাধারণ সম্পাদক মেহেদি হাসান লেলিন, উপজেলা যুব ইউনিয়রে সভাপতি ফিরোজ রশিদ ও সাধারণ সম্পাদক লিটন সরকার, ছাত্র ইউনিয়ন সভাপতি তাবিবুর রহমান দীপু ও সাধারন সম্পাদক শুভ শর্মা, হৃদয় ইসলাম, শামিম আহাম্মেদ প্রমুখ। বক্তারা ফিলিস্তিনে স্থায়ী যুদ্ধ বিরতি ও সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তি সহ তার নামে দায়ের করা মামলা প্রত্যাহার এবং দোষীদের শাস্তির দাবি জানান।