Subscribe our Channel

সুসন্তানই মা-বাবার মুক্তির রাস্তা

ধর্ম  ডেক্স :   মা-বাবার  জন্য সন্তান হয় পৃথিবীর স্রেষ্ট সম্পদ। সন্তান জন্মের পরই মা-বাবা যেন চোখের কাছেই বেহেশত দেখতে পায়। সন্তানের প্রতি মা-বাবার হৃদয়ের গভির স্থান থেকে  আদরে – সোহাগে  এমনকি ভালোবাসা আল্লাহর পক্ষ থেকেই হয়ে আসে। মা-বাবার জন্য নেককার সন্তান পরকালের  জন্য একটি অমূল্য সম্পদ।  আল্লাহ তাআলা বলেন-

‘ধন, ঐশ্বর্য ও সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের অলঙ্কার-শোভা।’ (সুরা কাহাফ : আয়াত ৪৬)

এ সন্তান-সন্তুতি যেন মা-বাবার ও মুত্তাকি বান্দাদের জন্য আদর্শ হয়, পবিএ কুরআনে  রয়েছে দোয়া ও প্রার্থনা। মা-বাবা সন্তানের জন্য এভাবেই দোয়া করবেন-

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণ : রাব্বানা হাবলানা মিন আযওয়াঝিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আইয়ুনিও ওয়াঝআলনা লিলমুত্তাক্বিনা ইমামা।’

বাংলা অর্থ : হে আমাদের প্রভু! আমাদের স্ত্রী ও সন্তানের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্যে আদর্শস্বরূপ কর।’ (সুরা ‍ফুরকান : আয়াত ৭৪)

মা-বাবা  নেক সন্তান লাভে এভাবেই প্রার্থনা করবেন-

رَبِّ هَبْ لِي مِن لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاء

উচ্চারণ : ’রাব্বি হাবলি মিল্লাদুংকা জুররিয়্যাতান ইন্নাকা সামিউদ দোয়া।’

 বাংলা অর্থ : হে আমার প্রভু! তোমার কাছ থেকে আমাকে পুত-পবিত্র সন্তান দান কর। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।’ (সুরা ইমরান : আয়াত ৩৮)

رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

উচ্চারণ : ‘রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।’

’হে সৃষ্টি কর্তা ’ তাদের উভয়ের প্রতি রহম কর, যেমন তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।’ (সুরা বনি ইসরাইল : আয়াত ২৪)

প্রিয় নবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে সন্তান-সন্তুতিদের জান্নাতের প্রজাপতির সঙ্গে তুলনা করছেন। হাদিসে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের শিশুরা জান্নাতের প্রজাপতি। (বুখারি)

সন্তান – সন্তুতি বাবা-মার জন্য শুধু পরকালের সম্বল লাভের মাধ্যমই নয়, বরং দুনিয়ায় কল্যাণ ও রিজিক লাভের উপায়ও বটে। হাদিসে এসেছে-

‘তোমরা শিশুদের ভালোবাস এবং তাদের প্রতি দয়া কর। তাদের সঙ্গে কোনো প্রতিশ্রুতি দিলে পূর্ণ কর। তাদের কল্যাণে তোমরা রিজিক পেয়ে থাক।’ (বুখারি-মুসলিম)

 

আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুসলিম উম্মাহকে নেক সন্তান দান করুন। সন্তানের  প্রতি অবশ্যই যথাযথ দায়িত্ব পালন করার তাওফিক দান করুন। এসকল সন্তান-সন্তুতিকে পরকালের নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *