Subscribe our Channel

নিউজিল্যান্ডের দু’টি মসজিদে হামলায় বিচারকের রায় ঘোষণায়

 

আন্তর্জাতিক ডেক্স : গত বছরে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ২টি মসজিদের হামলায় ৫১ জনকে হত্যা এবং ৪০ জনকে হত্যাচেষ্টা  এমনকি সন্ত্রাসী হামলার অপরাধে ব্রেন্টন টারান্টকে প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন স্থানীয় আদালতটি। দেশটির  সর্বপ্রথম  এটাই ইতিহাসের  প্রথম এই ধরনের সাজার ঘটনা ।

দীর্ঘ ৪ দিন শুনানির শেষে  আজ বিশ্বব্যাপী আলোচিত এই হত্যাকাণ্ডের মামলায় রায় ঘোষণা করলেন ক্রাইস্টচার্চ আদালতের বিচারক ক্যামেরন ম্যান্ডার। এই  রায়টি ঘোষণা কালে আদালত কক্ষে উপস্থিত টারান্টের উদ্দেশে বিচারক বললেন, ‘ আপনি নিজেকে মানসিকভাবে চরম অসুস্থ ব্যক্তি হিসেবে উপস্থাপন করেছেন, যে কি না নিজের থেকে ভিন্ন মনে করা অন্য মানুষদের ঘৃণা করে।’

সূত্র : দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *