
জয়ন্ত রায়, বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রাচীন বাঙ্গালির ঐতিহ্যবাহী গরু-মহিষের গাড়ি আজ বিলুপ্তপ্রায়! গরুর গাড়ি একটি সময়ে বেশ জনপ্রিয় ছিল। দুর দুরন্ত যেতে এর জুড়ি মেলা ভার ছিলো। গ্রামীণ বাংলার প্রধান বাহন ও ছিলো এই গরুর গাড়ি ।। ক্ষেত-খামারের মালামাল বহনের কাজেও এই গরুর গাড়ি ব্যপকভাবে ব্যবহৃত হতো।
হয়তো গতি তার বেশি কিছু ছিলো না কিন্তু পল্লী গ্রামের কর্দমাক্ত পথ যাওয়ার সময় রাস্তা ও চাকার ঘর্ষণের আওয়াজ আর গাড়োয়ান এর গলার গান এক মায়াবী পরিবেশ সৃষ্টি করতো। বিভিন্ন কবির গল্প উপন্যাসের মধ্যে ও আমরা গরুর গাড়ি র কথা পাই। রবি ঠাকুরের হাট কবিতা বা শরৎচন্দ্রের দেবদাস সে তার পার্বতী কে দেখার জন্য শেষ বারের মতো এই গরুর গাড়ি তেই আসছিলো ।
গাড়ির মধ্যে তার মৃত্যু পড়ে মন ভারপ্রাপ্ত হয়ে যায়।। এছাড়া ও অনেকের গল্পতেও দেখতে পাই। আর কাল তো থেমে থাকে না তাই অন্য কে জায়গা দেওয়া র জন্য এই গরুর গাড়ি আজ বিলুপ্ত হয়ে গেছে । আজ সে সবই ইতিহাস । গরুর গাড়ির গানে প্রাণ বিগলিত হয়ে যেত।
গানের কথা- “ও কি গাড়িয়াল ভাই আস্তে চালান গাড়ি, ধীরে চালান গাড়ি রে, ছাইয়ার কাপড় তুলিয়া দেখং দয়াল বাপের বাড়ি রে,,,,, সদ্য বিবাহিত কন্যা পিত্রালয় থেকে বিদায় নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথের এই হৃদয় বিদারক গান। অাজকাল এমন গরুর গাড়ি অার দেখা যায় না বললেই চলে, অপরুপ বাংলার হারিয়ে যাওয়া এ মনমুগ্ধকর এ সৌন্দর্যের ঐতিহ্যের গাড়ি।