
নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাকালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর (ইইসি) পরীক্ষা নেয়া হবে না। ক্লাসগুলো মূল্যায়নের মাধ্যমেই পরবর্তী ক্লাসে উন্নত করা হবে। এ বছরে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার কারনে বৃত্তি দেয়া হবে না, তবে উপবৃত্তিটি দেয়া হবে। এই সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবটি অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ২৫ আগস্ট শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সংবাদ সম্মেলনে এই বিষয়টি নিশ্চিত করেন।
শিক্ষা প্রতিমন্ত্রী আরো বলেন, করোনার মধ্যে আমরা শিক্ষার্থীদের ঝুঁকিতেফেলবো না। তাই চলতি বছর সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা বাতিল করতে প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠাই। এতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। মঙ্গলবারে এটি আমাদের হাতে আসে।
তিনি আরো বলেন , কেন্দ্রীয়ভাবে সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা নেয়া না হলেও শিক্ষার্থীদের ক্লাস মূল্যায়নের মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণিতে উন্নীত করা হবে। তবে স্কুল খোলা সম্ভব হলে পঞ্চম শ্রেণি ছাড়া অন্যান্য ক্লাসের পরীক্ষা নেয়া হবে ।