
মোঃ বেল্লাল হোসেন নাঈম, স্টাপ রিপোর্টারঃ
নোয়াখালীর চাটখিল উপজেলায় গত ৭ ই এপ্রিল রাতে চাটখিল থানার পুলিশ বিশেষ অভিযান ডিউটি চলাকালে হালিমা দীঘির পাড় অবস্থান করা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানার এস, আই (নিঃ)মোঃ সেলিম উদ্দীন, এস,আই, আলমগীর, এস,আই, মিলন হোসেনের সঙ্গীয় ফোর্স চাটখিল থানার ০৮ নং নোয়াখলা ইউপিস্থ তালতলা বাজারে কাউচার ষ্টোরের সামনে মাদক কেনা বেচার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাত্রা পাড়া মিজি বাড়ির মৃতঃ সামছুল হকের ছেলে মোজাম্মেল হোসেন মানিক'(৫৪) কে ১৫ (পনের)’পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ (পাঁচশত)’ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ অর্থ ১১,৩০০ টাকা সহ তালতলা বাজার মানিক ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করেন।
চাটখিল থানা সূত্রে আরো যানা যায়, গ্রেফতার কৃত আসামী মোজাম্মেল হোসেন মানিক এইসব মাদক বিক্রয়ের উদ্দেশ্যে পলাশ (৫০)পিতা : অজ্ঞাত সাং খেজুর তলা তার কাচ থেকে কিনে নেন, কিন্তু সাথে থাকা আসামী গন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এইসময় এস, আই, সেলিম উদ্দীনের সঙ্গীয় ফোর্স ধাওয়া করে এই মাদক বিক্রেতাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীকে গ্রেফতার করে মাদক দ্রব্য আইন ২০১৮ সালের ৩৬(১)সারনী -১০(ক)/১৯(ক) – ৪১ ধারা মোতাবেক নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করাহয়। চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আনোয়ারুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার কৃত আসামীদের মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে, আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।