
নাজমুল হোসেন, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা চত্বরে দুই দিন ব্যাপি উন্নয়ন মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন, স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে সুবর্ণ জয়ন্তী ও স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী উপজেলা চত্বরে মেলার আয়োজন করে রাণীশংকৈল উপজেলা প্রশাসন এখানে সরকারি-বেসরকারি মোট ১৮ টি স্টল বসানো হয়।
গত ২৮ মার্চ রবিবার রাত ৯ টায় সেমিনার, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় রানীশংকৈলের শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা নির্বাচিত হয় কৃষিবিদ ও উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ এ সময় তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সইদুল হক আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ও রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকারসহ উপজেলার বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় উপজেলা কৃষিবিদ ও কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ বলেন আমি আমার এই পুরষ্কার অর্জন করেছি একমাত্র আমার উপজেলার কৃষকদের জন্য তাই আমি তাদেরকেই আমার এই পুরস্কার উৎসর্গ করলাম।