
শহীদুল ইসলাম( রকি ) নিজস্ব প্রতিবেদক :
রাণীশংকৈল পৌরসভার কার্যালয়ে আয়োজিত ‘মেয়র এর দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ’ অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র আলহাজ্ব জনাব মোঃ মোস্তাফিজুর রহমান দায়িত্ব গ্রহণ করেন।
১৪ মার্চ রোজ রবিবার সকাল ১১:৩০ ঘটিকায় রাণীশংকৈল পৌরসভা কার্যালয়ে পৌরসভার সহকারি প্রকৌশলী জনাব এ এস এম জাবেদ আলীর উপস্থিতিতে পৌরসভার সাবেক মেয়র মোঃ আলমগীর সরকার তার দায়িত্ব ও দলিল দস্তাবেজ নবনির্বাচিত মেয়র মোঃ মোস্তাফিজুর রহমান এর নিকট হস্তান্তর করেন।
দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীশংকৈল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাণীশংকৈল ডিগ্রী কলেজ এর সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ সইদুল হক, সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক জনাব মোঃ ইয়াছিন আলী, রাণীশংকৈল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ তাজউদ্দীন আহমেদ, রাণীশংকৈল ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ তাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি জনাব মোঃ জাহাঙ্গীর সরকার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব মহাদেব বসাক (ভারপ্রাপ্ত), বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ হবিবর রহমান, রানীশংকৈল রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব মোঃ শহিদুল ইসলাম রকি, রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক জনাব মোঃ আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন)
এর সভাপতি জনাব কুশমত আলী, সাধারণ সম্পাদক জনাব মোঃ শফিকুল ইসলাম শিল্পী সহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দায়িত্ব হস্তান্তর শেষে নবনির্বাচিত মেয়র মোঃ মোস্তাফিজুর রহমানকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভকামনা জানান সাবেক মেয়র মোঃ আলমগীর সরকার। সাবেক মেয়র দায়িত্ব হস্তান্তর শেষে তার বক্তব্যে বলেন, “পৌরসভার এই দায়িত্ব খুবই কঠিন একটি দায়িত্ব।
আমি মেয়র হিসেবে আমার দায়িত্ব পালনের সর্বাত্মক চেষ্টা করেছি এবং পরবর্তী সময়ে আমার যেকোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে আমাকে জানাবেন আমি দায়িত্ব হিসেবে তা যথাসাধ্য পালনের চেষ্টা করব।”
এসময় মেয়র বলেন, আমি রাণীশংকৈল পৌরসভার মেয়র হিসেবে আজ যে দায়িত্ব গ্রহণ করেছি এর মাধ্যমে পৌরবাসীর যথাযথ সেবা ও উন্নয়নমূলক কাজ উপহার দিব এবং যানজটমুক্ত, উজ্জল, পরিষ্কার মাদকমুক্ত নগরী হিসেবে রানিসংকৈল পৌরসভাকে গড়ে তোলার জন্য কাজ করব।”