রেহমান খালিল
বাংলার চোখ
চট্টগ্রামের গাছবাড়িয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোজাফফর আহমদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ২৮ তম বিসিএস অল ক্যাডার ফোরাম।
হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ২৮ তম বিসিএস ফোরাম জানিয়েছে, চিহ্নিত সন্ত্রাসীরা তার নামে মিথ্যা মামলা দায়েরের অপচেষ্টা চালাচ্ছে। এই সকল অপচেষ্টা ও হুমকির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ফোরাম আশা প্রকাশ করেছে এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত আসামিদের গ্রেফতারের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।
অধ্যাপক মোজাফফর ও তার পরিবারের এই বিপদের সময়ে ২৮ বিসিএস ফোরাম তাদের পাশে আছে ও থাকবে বলে জানিয়েছে নেতৃবৃন্দ। ২৮ বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: আহসান হাবীব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ২৮ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে কক্সবাজার জেলার শীর্ষ ইয়াবা সন্ত্রাসীরা আক্রমণ করে মারাত্মকভাবে আহত করেছে।