
আব্দুল করিম
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
“ তথ্য অধিকার, সংকটে হাতিয়ার” প্রতিপাদ্য বিষয় এবং “ সংকট কালে তথ্য পেলে,জনগনের মুক্তি মেলে” স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ সহিদুল ইসলামের সঞ্চালনায় এবারের তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় ও স্লোগানের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম.এ মান্নান, ওসি (তদন্ত) দুলাল উদ্দীন, উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম, তোড়িয়া ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী, তোড়িয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হামিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে তথ্য অধিকারের নিয়মাবলী বিস্তারিত আলোচনা করেন। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান , ইউনিয়ন পর্যায়ের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তগণ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।