
নাজমুল হোসেন নিজস্ব প্রতিবেদক রানীশংকৈল (ঠাকুরগাঁও) :
ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় আধুনিক গণশৌচাগার ও কসাইখানার উদ্বোধন করেছেন পৌর মেয়র আলমগীর সরকার।গতকাল বুধবার (১৩জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টায় পৌরশহরের বন্দর কলেজ হাট বাজারে শৌচাগার এমনকি আধুনিক কসাইখানাটি উদ্বোধন করলেন।
এসময় যুবলীগ নেতা ও ঠিকাদার মো: আবু তাহের সহ স্থানীয় কসাই এমনকি এলাকাবাসীরাও উপস্থিত ছিলেন । রানীশংকৈল পৌরসভার একটি সুত্রে উঠে আসে সেখান স্থাপনার বিষয়টি , জাইকা নামক এমটি সেচ্ছাসেবি সংগঠন বাংলাদেশে ১২ লাখ টাকা অর্থায়ানে এই আধুনিক গণ শৌচাগার এমনকি কসাইখানাটি নির্মাণ করেন করা হয়।
এ সময় এটির উদ্ধোধন করার সময় রানীশংকৈলের মেয়র আলমগীর কসাইদের উদ্দেশ্যে করে বলেন, সরকারের নির্দেশনায় মতে এখন থেকে আধুনিক কসাইখানায় গরু জবাই করে নিদিষ্ট স্হানে মাংস বিক্রি করা হবে।
যত্রতত্র গরু জবাই সহ মাংস বিক্রি না করার অনুরোধ ।