Subscribe our Channel

আটোয়ারীতে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ

আব্দুল করিম
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : 

“ মাছ উৎপাদন বৃদ্ধি করি- সুখী সমৃদ্ধ দেশ গড়ি” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২০ -২০২১ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় খাস, সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয় এবং বর্ষা প্লাবিত ধানক্ষেত/ প্লাবন ভূমি সহ বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার ( ০১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করে কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়। এসময় মৎস্য অধিদপ্তর রমনা,ঢাকার সহকারী পরিচালক (এনএটিপি-২) মোঃ মকছেদুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহনেওয়াজ সিরাজী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুর রহমান, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, আজ পহেলা সেপ্টেম্বরে উপজেলার মোট ১৮টি জলাশয়ে চারশত কেজি রুই, কাতলা ও মৃগা জাতের মাছের পোনা অবমুক্ত করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *