দেশের একটি জেলা ঠাকুরগাঁও এর পীরগঞ্জ উপজেলাতে ৯০ বছরের এক বৃদ্ধ সন্তান থাকার পরেও তাকে আজ ক্লান্ত ভাবে মাঠে কাজ করতে হচ্ছে । ভাবতেও অবাক লাগে বৃদ্ধটি তার শরীরের সকল শক্তি দিয়ে এক মাএ পেটের খাবারের আশায় অন্যের মাঠে কাজ করছেন । তবে এতটুকু বুঝতে পারলাম বৃদ্ধ বাবা আজ খুব ক্লানত তবুও তিনি অন্যের উপর ভরসা না করে এবং ভিক্ষার হাত না বাড়িয়ে নিজের কায়িক শ্রম দিয়ে তিনি তার জীবিকা নির্বাহ করে যাচ্ছেন । আসুন এই বৃদ্ধটিকে দেখে আমরা আমাদের জীবনের বিবেকটিকে কাজে লাগাই ।