
নিজস্ব প্রতিবেদক : রাসুলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি অবহেলা এমনকি অলসতার সাথে তিন জুমআ নামাজ আদায় করবে না, মহান আল্লাহ ঐ ব্যক্তির অন্তরে মোহর মেরে দেবে। তবে জুমআ পড়তে গিয়ে যদি দেখতে পায় জুমআর নামাজ শুরু হয়ে গিয়েছে অথবা ১ রাকাআত বা তারও বেশি পড়া হয়ে গেছে তবে এ সময় যে কাজটি করতে হবে :
এই ব্যপারে সৌদি আরবের ওলামা কমিটি একটি ফতোয়ায় দিয়েছেন :
কেউ যদি জুমআর এক রাকআত নামাজ পড়তে না পারে বাকি আর এক রাকআত ইমামের সাথেই পড়বে এর পড়ে সালাম ফেরানোর পর ছুটে যাওয়া সেই এক রাকাআত উঠে পড়ে নিলে ঐ ব্যক্তির জুমআ আদায় হবে।
এই ব্যপারে হাদিসে আছে :
হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোন ব্যক্তি যদি জুমআর এক রাকাআত পেয়ে যায়, সে ব্যক্তি যেন আর এক রাকাআত পড়ে নেয়। তবে যে কিনা (দ্বিতীয় রাকাআতের) রুকূ না পায়, সে যেন জোহরের ৪ রাকাআত পড়ে নেয়।’ (তাবারানি, বায়হাকি, মুসান্নেফে ইবনে আবি শায়বা)
** যদি তিনি জুমআর নামাজ না পায় অথবা মসজিদে গিয়ে দেখতে পায় জুমআ নামাজ শেষ হয়ে গিয়েছে তবে তিনি যেন জোহরের ৪ রাকাআত নামাজ পড়ে নেয়। কারণটি না বললেই নয়, জামাআত ছাড়া একক ভাবে জুমআ নামাজ পড়া যায় না।