Subscribe our Channel

হলিউডের জনপ্রিয় তারকা চাদউক এর স্ত্রী পাওনা বুঝে নিতে আদালতে যাচ্ছেন

বিনোদন প্রতিবেদক :  গত আগস্ট মাসে হলিউডের সেই জনপ্রিয় তারকা চাদউইক বোসম্যান দীর্ঘদিন ক্যান্সারে ভুগে  মৃত্যুবরণ করেছেন।  এখন তার এই সম্পত্তিতে নিজের পাওনা বুঝে নিতে আদালতের দারস্থ হচ্ছেন তারই স্ত্রী টেলর সাইমন লেডওয়ার্ড।  তিনি এলএ কাউন্টি সুপিরিয়র আদালতে প্রশাসনের কাছে এ নিয়ে একটি আবেদনপত্র পাঠিয়েছেন বলে জানা যায় ।

তবে সব মিলে সেখানে বোসম্যানের সম্পত্তির পরিমাণ দেখে যায় ৯ লাখ ৩৯ হাজার ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *