
নিজস্ব প্রতিবেদক : দেশে আজ থেকে টিকিট বিক্রি সংক্রান্ত সকল প্রকার কার্যক্রমে সৌদিয়া এয়ারলাইন্সটিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার জন্য বিক্ষোভ করলেন সৌদি প্রবাসীরা। গতকালকেও তারা বিক্ষোভ করেন ।আজ ২৩ সেপ্টেম্বর সকাল থেকেই বিক্ষোভ শুরু করেন। সকাল ৯ :৩০ সময়ে বিক্ষোভে আন্দোলন হতে ঘোষণা হয়, সৌদি প্রবাসীরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জনকল্যাণ মন্ত্রণালয়ে দাবি-দাওয়া নিয়ে যাবেন। ঘোষণাটি হওয়ার সাথে সাথেই সকাল ৯ :৩০ সময়ে বিক্ষোভকারীরা কাজী নজরুল ইসলাম এভিনিউ হয়ে মন্ত্রণালয়গুলোর উদ্দেশে যাত্রাটি শুরু করে।তাদের কোন সমাধান না আসা পর্যন্ত তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অবস্থান করবেন । এমনকি তারা কোন ধরনের বিশৃঙ্খলা করবে না জানিয়েছেন ।