Subscribe our Channel

সেতাবগঞ্জে চিনিকল শ্রমিক ও চাষিদের আন্দোলনে যাওয়ার হুমকি

 

জয়ন্ত রায়, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং আখচাষিরা চিনি শিল্প রক্ষায় কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়ে বলেছেন, দেশীয় এবং আন্তর্জাতিক চক্র চিনিশিল্প কর্পোরেশনের চেয়ারম্যান এবং কিছু আমলাকে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল (পকেট ভারী)করার জন্য চিনি শিল্প কে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র চালিয়ে জাচ্ছে।

গত শনিবার (২১ নভেম্বর) দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকলের মেইন ফটকে বাংলাদেশ চিনিশিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও আখচাষী ফেডারেশনের পূর্ব ঘোষিত চিনিকল রক্ষার আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে এ সভায় শ্রমিক – কর্মচারী এবং আখচাষি নেতারা উপরোক্ত কথাগুলো বলেছেন।
এ সভায় শ্রমিকরা বলেন, আমরা সরকারকে এ যাবত যত টাকা ট্যাক্স দিয়েছি তা চিনিশিল্পের লোকশানের চেয়ে অনেক বেশী। মূলত ষড়যন্ত্রকারীরা উত্তরবঙ্গকে মঙ্গার দিয়ে ঠেলে দিয়ে শ্রমিকদের সাথে সরকারের খারাপ সম্পর্ক তৈরি করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির পায়তারা করে চলছে। বোচাগঞ্জের সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি প্রশান্ত কুমার চৌহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সরকারের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন আখচাষি কল্যাণ সমিতির সভাপতি ফয়জুল আলম চৌধুরী বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক-কর্মচারী ফেডারেশন বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সেতাবগঞ্জ চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আমজাদ আলী, বর্তমান যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন মিলন, আখচাষী যথাক্রমে আব্দুল্লাহ আল মামুন, মামুনুর রশিদ নবাব, মহসিন আলী, সিডিএ আলমগীর বজলুর রশিদ, সিআইসি মাহাবুব, শ্রমিকদের মধ্যে মাহাবুবুর রহমান, দুলাল প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *