
বিশেষ করে কিশোর-তরুণদের ব্যাপক উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে এবারের বইমেলা। যতই দিন পেরোচ্ছে ততই আরো মেলায় ভীড় বাড়তে শুরু করেছে কিশোর-তরুণসহ আরো অনেক বইপ্রেমীদের । যদিও ইতিমধ্যে বইমেলা শেষ হতে যাচ্ছে তারপরেও এবার একদম শুরুর মতই লাগছে।
অন্যদের চেয়ে বইমেলায় কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের সংখ্যাও এবার তুলনামূলক বেশি। গল্প-উপন্যাস বা কবিতার বইয়ের প্রতি আগ্রহ থাকলেও কিশোর বইপ্রেমী ও তরুণদের একটি বিরাট অংশ আগ্রহ প্রকাশ করছে সায়েন্স ফ্রিকশন বইয়ের প্রতি।অভিভাবকরা বলছেন, সায়েন্স ফ্রিকশন বইগুলো মূলত বিজ্ঞানসম্মত সৃষ্টিশীল চিন্তার জগতকে আরও দারুণভাবে প্রভাবিত করেছে কিশোর, তরুণদের কাছে।
পীরগঞ্জ নিউজ এক্সপ্রেস এর পক্ষ থেকে তাদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।