নিজস্ব প্রতিবেদক : দেশে এবার মহামারি করোনাতে ব্যবসা এবং বাণিজ্যের অবস্থানটি বেশ মন্দা অবস্থায় রয়েছে এমনকি রাজস্ব আহরণে এটি অনেকটা ধীরগতি। এতে করে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ করে কেন্দ্রীয় ব্যাংকাটর দেনা পরিশোধ করছেন সরকার।
এসময়ের অর্থবছরের দিকে প্রথম ৩ মাসে এবার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকার ঋণ নেয় ২৬ হাজার ৩০৩ কোটি টাকা। অপরদিকে একই সময় বাংলাদেশ ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধ করলেন ২৩ হাজার ২৭০ কোটি টাকা এবং সেপ্টেম্বর শেষে সব মিলে সকল ব্যাংকখাত থেকে নেয়া নিট ঋণের পরিমাণ ৩ হাজার ৩২ কোটি টাকা দাড়ায় ।
তবে সংশ্লিষ্টরা জানালেন, সরকার একটি নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণ নেয় এমনকি কেন্দ্রীয় ব্যাংক থেকে যে ঋণ নিয়েছে তার মেয়াদ শেষ হওয়ায় এখন তা পরিশোধ করতে হচ্ছে। মহামারি করোনার কারণে ব্যবসা এমনকি সকল ধরনের বাণিজ্যের অবস্থা মন্দা হওয়াতে সরকার এর নির্ধারিত লক্ষ্য অনুযায়ী রাজস্ব পাচ্ছে না । এমতাবস্থায় তাই বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ করে কেন্দ্রীয় ব্যাংকের ধার পরিশোধ করছেন। তবে বর্তমানের সময়ে বেসরকারি খাতে ঋণের চাহিদা কম। এমনকি ব্যাংকগুলোতে পর্যাপ্ত পরিমানে তরল্য রয়েছে। এ সকল বিবেচনায় বাণিজ্যিক ব্যাংক থেকে সরকার ঋণ নিলে ক্ষতি নয় বরং ব্যাংকগুলোর জন্য ভালো। তবে এই কারণে ঋণ থেকে তারা মুনাফা পাবে।