নিজস্ব প্রতিবেদক :
এএফসি এগ্রোর পরিচালনা পর্ষদটি মুনাফা অর্জ ন করেওপুঁজিবাজারে তালিকাভুক্ত সেই ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে কোনো লভ্যাংশই দেবে না বলে সিদ্ধান্ত নিলেন ।
এএফসি এগ্রোর পরিচালনা পর্ষদটি তাদের সভা শেষ করে প্রকাশিত সেই আর্থিক প্রতিবেদনটি পর্যালোচনা করে এসকল তথ্য পাওয়া যায়। আজ ২৫ নভেম্বর (ডিএসই) এর মাধ্যমে এই প্রতিবেদনটি প্রকাশ করলেন ।