Subscribe our Channel

শুধু নারীরা নন পাশাপাশি পুরুষেরও স্তন ক্যান্সারের  আশঙ্কা রয়েছে, জেনে রাখুন কখন-কখন হতে পারে

নিজস্ব প্রতিবেদক :

  • অনেক পুরুষের ধারণা, স্তন ক্যান্সার শুধু নারীর ক্ষেত্রেই হয়। আসলে নারী-পুরুষ উভয়ই আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
  • তবে পুরুষের তুলনায় নারীর আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। নারীর ক্ষেত্রে প্রায় বয়স চল্লিশ পার হলেই স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে।
  • স্তন ক্যান্সারের কারণে মৃত্যুহার কমছে না । এর অনেকটা কারণ হলো অনেক দেরিতে রোগ চিহ্নিতকরণ।
  • কমবেশি সব নারীর স্তনেই লাম্প থাকে। এর মধ্যে কয়েকটি ক্যানসারাস ও কয়েকটি নন-ক্যানসারাস। এই ব্রেস্ট লাম্পগুলো অনেক সময় আন্ডারআর্ম বা কলার বোনের তলাতেও দেখা যায়।
  • স্তনবৃন্তের আশপাশেও এই ধরনের লাম্প থাকে যেগুলো টিপলে শক্ত লাগে এবং অবস্থান পরিবর্তন করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *