মোঃ আল ফয়সাল আনিক,রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
শীতের আগমনী ধ্বনি বেজে উঠেছে ঠাকুরগাঁওয়ের রুহিয়া সহ সারাদেশে। গতকাল বুধবার রাত থেকেই শীতের পরশ লাগছে এই জনপদে। আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকালে এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তিনি জানান, আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন বুধবার সন্ধ্যা ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা ওই দিনের সর্বোচ্চ তাপমাত্রা। রুহিয়া গিন্নী দেবী আগড়ওয়াল মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, এবার একটু আগাম শীত এসে পড়েছে এই জনপদে। রাতে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। তবে দিনের বেলায় বেশ গরম থাকছে। মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রুহিয়া শাখার সভাপতি আব্দুল মজিদ বলেন, রাতে ঘন কুয়াশা পড়ছে। এতে করে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হচ্ছে। ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো বলেন, শীত মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি থাকতে হবে। এ অঞ্চলের হতদরিদ্র মানুষ যাতে শীতে কষ্ট না পায়। এ জন্য সরকারের ত্রাণ তহবিল থেকে শীতবস্ত্র বরাদ্দের দাবি করেন তিনি। এদিকে আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে সারা দেশের দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।