
শিক্ষা : শিক্ষকরা শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সমাবেশের ডাক দিয়েছেন । বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম। সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আগামী ৫ অক্টোবর শিক্ষক দিবসে এই সমাবেশের ডাক দিয়েছে ।
আজ বাংলাদেশ শিক্ষক সমিতির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুজিব বর্ষেই শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ঘোষণার দাবিতে শিক্ষক সমাজের ঐক্যবদ্ধ সমাবেশ থেকে দাবি আদায়ের ঘোষণা না এলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।