
আল ফয়সাল অনিক স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মুসলিম উদ্দীন (৬৮) বৃহস্পতিবার সকাল ১১টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রুহিয়া থানাধীন ফরিদপুর গ্রামের
তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।ইন্না—- রাজিউন। শুক্রবার(১৬ অক্টোবর) সকাল ১০ টায় যুগিপোখর নামক গোরস্থানে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাজার আগে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, রুহিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি মোস্তফা কামাল, রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, রুহিয়া থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক,রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী,রুহিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন প্রমুখ।