Subscribe our Channel

রুহিয়ায় টাঙ্গন নদীর বাধ ভেঙ্গে ফসলি জমি ক্ষতিগ্রস্থ

মো: আল ফয়সাল অনিক, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
রুহিয়ায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে টাঙ্গন নদী ও শুক নদী অপরিকল্পিত ভাবে খননে অভিযোগ উঠেছে। ফলে নদী তার জীবন যৌবন হারিয়ে পূর্বের ন্যায় রূপ ধারণ করেছে। যে উদ্দেশ্যে নদী খনন করা হয়েছে সে উদ্দেশ্য সফল কাম তো হয়নি বরং জটিলতার সৃষ্টি হয়েছে। অফিস কার্যাদেশ অনুযায়ী গত এপ্রিল ২০২০ সালের মধ্যে কার্যক্রম শেষ করার কথা। সে অনুযায়ী ঠিকাদার কাজ শেষ করলেও কার্যাদেশ অনুযায়ী সকল কাজ সম্পন্ন না হওয়ায় বর্ষায় ভারি বর্ষণে নদীর দুই পাশে ঘাট ভেঙ্গে আবাদী ফসল নষ্ট হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজাগাঁও ইউনিয়নের আসামপুর,বড়দেশ্বরী ও ঢোরহাট ইউনিয়নের সন্নাশী পাড়া এলাকায় গিয়ে দেখা যায় নদীর দুই কিনারায় বালু দিয়ে বাধ দেওয়ায় বর্ষায় বাধ ভেঙ্গে আমন ধান, করলা ও লাউ ক্ষেত তলিয়ে গেছে।
এ বিষয়ে কৃষক সুজন আলী জানান, নদীর পাশে ২ একর জমি ধান চাষ করেছি কিন্তু এবার অপরিকল্পিত ভাবে নদীর বাধ তৈরি করায় আমার সব কৃষি জমির ফসল বালিতে তলিয়ে গেছে। বড়দেশ্বরী এলাকার কৃষক মিজানুর রহমান বলেন, নদী খননের জন্য আমার প্রায় ১ একর জমি নদীর বাধ ভেঙ্গে বালু পড়ে ফসল নষ্ট হয়েছে। এ বিষয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করলে তিনারা বলেন উজান দিকে শত শত লোকের ক্ষেতে ক্ষতি হয়েছে তাও কিছু বলেনা। নদী খনন শেষ না হওয়া পর্যন্ত একটু আধটু ক্ষতি হতেই পারে। একই গ্রামের আনছার আলী জানান, এবারে আমন ক্ষেতে প্রায় চল্লিশ হাজার টাকা খরচ করেছি কিন্তু সব ফসল নষ্ট হয়েছে। আমি এখন পথে বসতে চলেছি। ১৪ নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার বলেন, আমি এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি। তারা ইতিমধ্যে সরেজমিনে অফিসার পাঠিয়েছেন। আমার জানা মতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্ষতিগ্রস্থ কৃষকদের প্রণোদনার ব্যবস্থা করবেন। সেই সাথে আমি আমার সাধ্য মত ইউনিয়ন পরিষদ থেকে সহায়তা দেওয়ার চেষ্টা করছি। ২১ নং ঢোলার হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিমান্ত কুমার বর্মন বলেন, আমি শুনেছি নদী এলাকায় নদীর বালু জমে বেশ কিছু ফসল নষ্ট হয়েছে। এ বিষয়ে আমি উপজেলা কর্মকর্তাদের সাথে আলোচনা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করার চেষ্টা করব।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী হোসেন জানান, আমি ইতি মধ্যে ক্ষতিগ্রস্থ কৃষকদের ফসলি জমি পরিদর্শন করেছি। এ বিষয়ে আমি উদ্ধতন কর্মকর্তা অবহিত করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, আমি একটা জরুরী মিটিং করে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের বিষয়টি অবহিত করেছি। ক্ষতিগ্রস্থ কৃষকদের প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করছি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *