
নিজস্ব প্রতিবেদক : এবার বরগুনার সেই রিফাত হত্যার মামলাতে অপ্রাপ্তবয়স্ক ১৪ জন আসামির মধ্যে ৬ জনের ১০ বছর, ৪ জনের ৫ বছর এমনকি ১ জনের ৩বছরের কারাদণ্ড দিলেন আদালত। উক্ত মামলাতে ৩ জনকে খালাস প্রদান করেন আদালত।
আজ দুপুর ২:৩০ সময় জেলা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই রায়টি দিলেন।
উক্ত রায়ে ১০ বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্ত ব্যাক্তিরা : রিশান ফরাজী, মো. রাশিদুল হাসানমো. আবু আব্দুল্লাহ রায়হান, মো. ওলিউল্লাহ অলি, মো. রাকিবুল হাসান রিফাত হাওলাদার, মো. নাঈম এবং তানভীর হোসেন।
এমনকি জয়চন্দ্র সরকার চন্দন, মো. নাজমুল হাসান, রাকিবুল হাসান নিয়ামত ও সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিব্বুলাহকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এমনকি প্রিন্স মোল্লাকে দেয়া হয়েছে ৩ বছরের কারাদণ্ড।
এবং মামলার অপর ৩ জন আসামি মারুফ মল্লিক, রাতুল সিকদার জয় ও আরিয়ান হোসেন শ্রাবণকে বেকসুর ভাবে খালাস প্রদান করেন আদালত।
আজ দুপুর ১টা ১০ মিনিটে জেলা শিশু আদালতে এ রায় পড়া শুরু করেন বিচারক মো. হাফিজুর রহমান।