Subscribe our Channel

রাণীশংকৈল প্রশাসনের আয়োজনে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি সভা

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৪ অক্টোবর বুধবার এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, ওসি এসএম জাহিদ ইকবাল, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক। এ ছাড়াও পৌরসভা সহ ৮ ইউনিয়নের পূজা কমিটির সভাপতি-সম্পাদক, আ’লীগ নেতা গোলাম সারওয়ার বিপ্লব, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি, ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল ও জমিরুল ইসলাম, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদা ধর্ম মন্ত্রণালয় প্রেরিত পূজা সংক্রান্ত নির্দেশাবলী সকলের উদ্দেশ্যে পড়ে শোনান। অন্যান্য অতিথিরাও সরকারি বিধি-নিষেধের আলোকে পূজা পালনের কথা তুলে ধরে বক্তব্য দেন। এবছর মহামারি করোনা প্রাদুর্ভাবের কারণে উপজেলায় মোট ৫৪ টি মন্ডপে নাচ-গান ও মেলা বাদে সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধি মেনে পূজা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *