
অভিশেখ চন্দ্র রায় রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
আগামী ১৪ই ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে আইন শৃংখলা ও নির্বাচন আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা করেছে জেলা ও উপজেলা প্রশাসন। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে হয় সেই লক্ষে আইন শৃঙ্খলা ও নির্বাচনী আচরণ বিধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে রাণীশংকৈল উপজেলা হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: কে.এম কামরুজ্জামান সেলিম। এ মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আখি সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার আখি সরকার, থানার অফিসার ইনর্চাজ এস এম জাহিদ ইকবাল প্রমুখ। মতবিনিময় সভায় ১০ জন মেয়র, ৩২ জন কাউন্সিলর, ও ১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন। প্রার্থীরাও নিয়ম নীতি মেনে সুষ্ঠু নির্বাচন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।