
হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও) নিজস্ব প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের কেন্দ্রিয় টাউন ক্লাবের আয়োজনে ৪ অক্টোবর রবিবার সন্ধ্যায় ক্লাবরুমে উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সংসদ সংসদ সদস্য আলী আকবরের ২৭ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে ক্লাবের সভাপতি প্রধান শিক্ষক বাবর আলীর সভাপতিত্বে এক আলোচনা
ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুম নেতার
স্মৃতিচারণ করে বক্তব্য দেন–মরহুম নেতার কন্যা সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা ও জামাতা রানীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, আ’লীগ সাবেক যুগ্ন সম্পাদক আনিসুর রহমান বাকী, আইয়ুব আলী মাস্টার, শ্রমিক লীগ সভাপতি আইয়ুব আলী, আ’লীগ নেতা আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নওরোজ কাউষার কানন, যুবলীগ যুগ্ন সম্পাদক প্রভাষক মোস্তাফিজুর রহমান (মোস্তা) প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে আ’লীগ নেতা গোলাম রব্বানী, দবিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকারিয়া হাবিব ডন, ব্যবসায়ী সাকের আলিসহ স্থানীয় মাদ্রাসার ছাত্র-শিক্ষক, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, ক্লাবের সদস্যবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে মাওলানা মাঈনুদ্দিনের পরিচালনায় মিলাদ ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।