Subscribe our Channel

রাণীশংকৈলে প্রধান শিক্ষকের অকাল মৃত্যতে শোকের ছায়া

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) নিজস্ব  সংবাদদাতা :

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বাঁশরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার বলঞ্চা গ্রামের সিরাজউদ্দিন মাস্টারের ছেলে  হামিদুর রহমান (৪৮) গত ১ নভেম্বর রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যু বরণ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি প্রায় তিন মাস ধরে লিভার ক্যান্সারে  ভুগছিলেন।মৃত্যুকালে সে স্ত্রী ২ ছেলেসহ অনেক আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।একজন আদর্শ ও সদা হাস্যোজ্জল শিক্ষক হিসেবে তিনি অনেক জনপ্রিয় ছিলেন।তাঁর মৃত্যুতে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক শিক্ষক সমিতি তাঁর পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। পরদিন ২ নভেম্বর সোমবার দুপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *