Subscribe our Channel

রংপুর জেলার কোভিড-১৯ সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধিঃ
আজ ১৯ অক্টোবর সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, রংপুর এর উদ্যোগে রংপুর জেলায় কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষণ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রেজাউল আহসান, সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। সভায় আরও অংশগ্রহণ করেন জনাব মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা, সেনাবাহিনীর প্রতিনিধি, পুলিশ সুপারের প্রতিনিধি, রংপুর মেডিকেল কলেজ এর প্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহাম্মেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ। সভায় রংপুর জেলায় কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *