
খেলাধুলা প্রতিবেদক : এবার নতুন মৌসুম শুরু হওয়ার আগেই ক্লাব ছাড়ার তীব্র ইচ্ছার কথা জানায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনার আর্জেন্টাইন লিওনেল মেসি। তবে চুক্তির অনেক শর্ত বের করে, তাকে যেন আটকে রেখেছেন বার্সা টিম ম্যানেজম্যান্ট। তবে ক্লাবের প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ রীতিমতো মেসির মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যান।
এমনকি বার্সা প্রেসিডেন্ট সেসময় জানতেন যে, মেসির ইচ্ছাকে প্রাধান্য না দেয়ায় বহু সমালোচনা সইতে হবে তাকে। এমনকি ক্লাবের বৃহত্তর সার্থের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল- এটাই জানালেন বার্তেমেউ। তার মতে, বার্সেলোনার হয়ে মেসির এখনও অনেক দেয়ার বাকি আছে।